ভারতের কাছে বিশ্বচ্যাম্পিয়নদের স্বপ্নভঙ। টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতে নিল ভারত। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ২০২০ টি-২০ বিশ্বকাপের মহড়া শুরু করল টিম ইন্ডিয়া। মঙ্গলবার গায়ানায় সিরিজের শেষ টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত। ১৪৭ রান তাড়া করে বিরাট কোহলি ও ঋষভ পন্তের হাফ-সেঞ্চুরিতে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
রোহিত শর্মার অনুপস্থিতিতে এদিন শিখর ধাওয়ানের সঙ্গে ভারতীয় ইনিংসের শুরু করেন লোকেশ রাহুল। যদিও শুরুটা ভালো হয়নি ভারতের। ব্যক্তিগত ৩ রানে ডাগ-আউটে ফেরেন ধাওয়ান। কিন্তু তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শক্ত হাতে ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন কোহলি। রাহল ব্যক্তিগত ২০ রান করে ডাগ-আউটে ফিরলেও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২১তম হাফ-সেঞ্চুরিটি করেন কোহলি। শুধু তাই নয়, তৃতীয় উইকেটে পন্তকে নিয়ে ১০৬ রান যোগ করে ভারতকে নিশ্চিত জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন কোহলি। ৪৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন আউট হন বিরাট।
ক্যাপ্টেন ডাগ-আউটে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পন্ত। ৪২ বলে চার ছক্কা ও চারটি বাউন্ডারি-সহ ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে এই সিরিজে প্রথম উইকেটকিপারের ভূমিকা পালন করা পন্ত এদিন ব্যাট হাতে দলকে জেতাতে বড় ভূমিকা নেন। তার ও বিরাটের হাফ-সেঞ্চুরিতে ৫ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।
এদিন বৃষ্টির জন্য প্রায় দেড় ঘণ্টা পরে টস হয়। সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলি৷ ব্যাটিং করতে মাত্র ১৪ রানে তিন উইকেট হারিয়ে ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত বোলিং করেন দীপক চাহার। তিন ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ডানহাতি পেসার। পাওয়ার প্লে-তে (৬ ওভার) তিন উইকেট হারিয়ে মাত্র ২২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
প্রাথমিক বিপর্যয় কাটিয়ে পোলার্ড ও পাওয়েলের ব্যাটে লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ বলে ছয় ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে ৫৮ রানের গুরুত্বরপূর্ণ ইনিংস খেলেন পোলার্ড। সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে হাফ-সেঞ্চুরি পেলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ভয়ংকর হয়ে ওঠা পোলার্ডকে ডাগ-আউটে ফেরান নভদীপ সাইনি। শেষ দিকে ২০ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন পাওয়েল। কিন্তু পোলার্ডের হাফ-সেঞ্চুরি এবং রভম্যান পাওয়েলের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে ১৪৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। চার ওভারে ৩৪ রান দিয়ে দু’টি উইকেট নেন সাইনি।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখার আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। ফ্লোরিডার প্রথম দু’টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থেকে এদিন গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে নেমেছিল কোহলি বাহিনী। এদিন ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া৷
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ