ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ইনজুরির কারণে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে আশঙ্কা করা হচ্ছে পুরো সিরিজেই আর খেলতে পারবেন না এই ডানহাতি।
আগামী ১৪ থেকে ১৮ আগস্ট লর্ডসে দ্বিতীয় টেস্টের সূচি রয়েছে। আর চোটে আক্রান্ত অ্যান্ডারসন এখন পুনর্বাসনে যাবেন। যাতে করে পরের তিন টেস্টে ফিট হতে পারেন।
এর আগে, এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ ওভার বোলিং করতে পারেন অ্যান্ডারসন। এরপরেই পুরোনো গোড়ালির চোটে পড়েন তিনি। এমআরআই স্ক্যান করে এটি নিশ্চিত হওয়া যায়।
এদিকে অ্যান্ডারসনের ইনজুরিতে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে অভিষেকে চমক দেখানো জোফরা আর্চারের কপাল খুলতে পারে। সম্প্রতি তিনি সাসেক্সের হয়ে লাল বলে খেলেছেনও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ