ভারতীয় ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়কে নোটিশ পাঠানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গতক্লা মঙ্গলবার রাহুলকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নোটিশ পাঠান বিসিসিআই'র এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈন। এইভাবে সাবেক ক্রিকেটারদের নোটিশ পাঠানো সাম্প্রতিক ফ্যাশন বলে মন্তব্য করেন সৌরভ।
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় গুপ্তার অভিযোগের ভিত্তিতে রাহুল দ্রাবিড়কে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নোটিশ পাঠানো হয়। দুই সপ্তাহের মধ্যে তাকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ সৌরভ ট্যুইট করে বলেন যে, ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন।
সৌরভের কথার প্রতিধ্বনি শোনা যায় সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং'র গলাতেও। এই ভাবে লিজেন্ডদের অপমান করা হচ্ছে বলেও ট্যুইট করে অভিযোগ করেন হরভজন। এদিকে, সঞ্জীব গুপ্তার অভিযোগ, রাহুল একাধারে ন্যাশনাল ক্রিকেট আকাডেমির ডিরেক্টর এবং চেন্নাই সুপার কিংস'র মালিক ইন্ডিয়া সিমেন্টস'র ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে পরস্পরবিরোধী দু'টি পদে কী করে থাকতে পারেন দ্রাবিড় তা নিয়েই প্রশ্ন তোলেন গুপ্তা।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ