ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে ভারতের যুবারা। প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৪৪ রানে অলআউট হয় ভারতীয় দল।
বুধবার ইংল্যান্ডের বেকেনহামে দ্যা কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ভারত। ১০৮ রানে ৬ উইকেট হারানো ভারতকে ২৪৪ রানের সম্মানজনক স্কোর এনে দেন হেগদে, রিজভি, সাকসিনা ও লাল।
ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়খ শুভাং হেগদে। ৪৪ রান করেন সামির রিজভি। ৩৭ ও ২৫ রান করেন দিভাংশ সাকসিনা ও করুণ লাল। বাংলাদেশ দলের হয়ে তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, অভিষেক দাস ও শামিম হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৯.৩ ওভারে ২৪৪/১০ (হেগদে ৬৯, রিজভি ৪৪, সাকসিনা ৩৭, করণ লাল ২৫; শামিম ৩/৩৮, শরিফুল ৩/৪৩, অভিষেক ৩/৫৯)।
বিডি প্রতিদিন/০৭ আগস্ট ২০১৯/আরাফাত