ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের দল-বদলের শেষ সময় ছিল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত। আলোচনায় ছিলেন পাওলো দিবালা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে বিক্রি করছে না জুভেন্টাস, টটেনহামে যাওয়া হচ্ছে তার।
এর আগে শেষ সময়ের চমক হিসেব গুঞ্জন ওঠে, দিবালার সঙ্গে চুক্তি করতে পারে গত আসরের চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট টটেনহাম।
স্পার্সরা দিবালার সঙ্গে চুক্তির ব্যাপারে প্রায় শেষ দাগে চলে এসেছিল। টটেনহাম আশাবাদী ছিল, বৃহস্পতিবার পাঁচটার মধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করতে পারবে। কিন্তু জুভেন্টাস শেষ সময়ে সিদ্ধান্ত নেয়, ২৫ বছর বয়সী দিবালাকে বিক্রি না করার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ