আসন্ন মৌসুম থেকে চেলসির রক্ষণভাগ ছেড়ে আর্সেনালের রক্ষণভাগ সামলাতে দেখা যাবে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ডেভিড লুইসকে। ৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লুইসের সঙ্গে দুই বছরের চুক্তি করতে রাজি হয়েছে গানাররা।
গত মে মাসে চেলসির সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেছিলেন লুইস। কিন্তু ব্লুজরা এই ৩২ বছর বয়সী তারকাকে স্টামফোর্ডে রাখছেন না আর। বৃহস্পতিবার এমিরেটসে মেডিকেল পরীক্ষায় বসবেন তিনি।
মূলত ডিফেন্ডার লঁরে কসচিয়েলিনির শূন্যতা পূরণের জন্য লুইসকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। গত মঙ্গলবার গানাররা ফ্রেঞ্চ ডিফেন্ডারকে ৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিক্রি করে দেয় ফরাসি ক্লাব বুর্দোর কাছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ