পাকিস্তানে মাটিতে ভারতীয় টেনিস দলের যাওয়ার কথা থাকলেও কাশ্মীর নিয়ে দু’দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে সফর বাতিল করেছে ভারতীয় টেনিস দল।ভারতীয় টেনিস দলের সফর বাতিল করার ব্যাপারটি এআইটিএকে জানিয়ে দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে পাকিস্তানে আর সফরে যাওয়া হচ্ছে না ভারতীয় টেনিস দলের।
এদিকে, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর থেকে কাশ্মীর নিয়ে দু’দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিও টেনিসের বিশ্বকাপ খ্যাত ডেভিস কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার আশা ছাড়েনি ভারত। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলার জন্য নিরপেক্ষ ভেন্যুর জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছে অল-ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন।
টেনিসের টুর্নামেন্ট ডেভিস কাপ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানের মাটিতে। এ জন্য দল ঘোষণা করে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিল ভারত। ভারতীয় টেনিস দলের এই পাকিস্তান সফর দু'দেশের ক্রীড়াক্ষেত্রে এক দিগন্ত খুলে দেওয়ার সম্ভাবনা ছিল। এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির চাপ সত্ত্বেও পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি মোদি সরকার।
বিডি প্রতিদিন/এ মজুমদার