ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের পৃথক ম্যাচ দিয়ে ২০১৯-২০ মৌসুমের পর্দা উঠেছে। তবে নতুন মৌসুমের শুরুর ম্যাচে লাল কার্ড দেখেন স্প্যানিশ তারকা সেফ ফ্যাব্রিগাস।
শুক্রবার দিবাগত রাতে উদ্বোধনী ম্যাচে লিঁও এর বিপক্ষে মাঠে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করতে হয় সেফ ফ্যাব্রিগাস। এদিকে দলও হেরেছে বড় ব্যবধানে। ঘরের মাঠে ৩-০ গোলে লিঁও’র বিপক্ষে বিধ্বস্ত হয়েছে তার দল মোনাকো।
ম্যাচের ৩০ মিনিটের সময় ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে ফ্যাব্রিগাসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
লিঁও রাইট-ব্যাক লিও দুবোইসের পায়ে আঘাত করলে প্রথমে হলুদ কার্ড দেখেন ফ্যাব্রিগ্রাস। কিন্তু পরে ভিএআর-এর সাহায্য নিয়ে সিদ্ধান্ত পাল্টান রেফারি। ৩২ বছর বয়সী তারকা মাঠ ছাড়েন লাল কার্ড দেখে।
ফ্যাব্রিগাস মাঠ ছাড়ার আগে অবশ্য এক গোল হজম করে মোনাকো। ম্যাচের ৫ মিনিটে লিঁওকে এগিয়ে দেন মৌসা দেম্বেলে। ১০ জনের দল হওয়ার পরে আরও দুই গোল হজম করে লিওনার্দো জার্দিমের শিষ্যরা। ৩৬ মিনিটে মেমফিস ডিপে’র পর ৮০ মিনিটে লুকাস তোসার্টের গোলে মৌসুমের প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিঁও।
গত মৌসুমে চেলসির সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিন্ন করে মোনাকোতে যোগ দেন ফ্যাব্রিগ্রাস। বিশ্বকাপজয়ী এই স্প্যানিয়ার্ড তার আগে সফল অধ্যায় কাটিয়েছেন বার্সেলোনা ও আর্সেনালে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন