কাফ ইনজুরিতে পড়ে সুপার কাপ থেকে ছিটকে গেছেন অ্যানফিল্ডের ব্রাজিলিয়ান গোলররক্ষক অ্যালিসন বেকার।
বুধবার দিবাগত রাতে ইস্তাম্বুলে সুপার কাপে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি।
অ্যালিসনের চোটের ব্যাপারে অল রেডস কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘তাকে যেন কোনোকিছু আঘাত করেছে এমন অনুভবই করছে সে যা ভাল কোনো চিহ্ন নয়। সে বুধবারের ম্যাচের জন্য প্রস্তুত হতে পারবে না।’
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের উদ্বোধনী ম্যাচে নরউইচের মুখোমুখি হয় লিভারপুল। ম্যাচের ২৮ মিনিটের সময় ৩ গোলে এগিয়ে যায় ক্লপের দল। ৩৮ মিনিটে কাফ ইনজুরিতে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হোন অ্যালিসন। ২৬ বছর বয়সী সাবেক রোমা গোলরক্ষকের পরিবর্তে মাঠে নামেন অ্যানফিল্ডের নতুন গোলরক্ষক আদ্রিয়ান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ