নিজেদের দেশে আগত অতিথি দলকে ব্যাটে-বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে আরও একটি অস্ত্র ব্যবহার করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ক্যাঙ্গারুর দেশে অজি ক্রিকেটারদের ব্যাট-বলের চ্যালেঞ্জ ছাড়াও স্লেজিংয়ের চ্যালেঞ্জ সামলাতে হয় অতিথি দেশের ক্রিকেটারদের। আইপিএল পরবর্তী সময় অস্ট্রেলিয়া সফরে আসছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কিন্তু বিরাটদের বিরুদ্ধে অজি ক্রিকেটারদের স্লেজিং কোনওভাবেই কাজ করবে না। জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ।
আগামী ২৭ নভেম্বর থেকে আগামী বছর ১৯ জানুয়ারির মধ্যে ক্যাঙ্গারুর দেশে ৩টি ওয়ানডে, ৩টি টি-২০ এবং ৪টি টেস্ট ম্যাচ খেলবে কোহলির ভারত। কিন্তু দু’মাস ব্যাপী লম্বা তিনটি ভিন্ন ফর্ম্যাটের সিরিজে কোহলির দলকে স্লেজিং করে একেবারেই বিব্রত করা যাবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টিভ বলেছেন, কোহলি এবং তার দলকে একা ছেড়ে দেওয়াই ভালো। বিশ্বজয়ী অধিনায়ক বলছেন, স্লেজিং বিরাট কোহলিকে কোনওভাবেই বিব্রত করতে পারবে বলে মনে হয় না। শুধু কোহলিই নয়, কোহলির দলের অন্যান্য তারকাদের বিরুদ্ধেও স্লেজিং খুব একটা কাজে দেবে না।
স্টিভ ওয়াহ অজি ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা কাজ করবে যা তাদের অনেক বেশি রান করতে সহায়তা করবে। তাই ওদের সঙ্গে বেশি কথাবার্তায় না জড়ানোই ভালো। তবে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে স্টিভেন স্মিথ ভারতের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারেন বলে মনে করেছেন স্টিভ ওয়াহ। এ প্রসঙ্গে ২০১৬-১৭ অস্ট্রেলিয়ার ভারত সফরে স্টিভ স্মিথের পারফরম্যান্সেরও অবতারণা করেছেন তিনি। স্টিভ বলছেন, কোহলি এবং তার দলের লক্ষ্য থাকবে স্টিভ স্মিথকে না রান করতে দেওয়া।
পাশাপাশি অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক কোহলি প্রসঙ্গে জানিয়েছেন, কোহলি একজন বিশ্বমানের ক্রিকেটার। ও চাইবে সিরিজের সেরা ব্যাটসম্যান হতে। শেষবার কোহলি-স্মিথের দ্বৈরথ দেখা গিয়েছিল ভারতের মাটিতে। যদিও স্মিথ তিনটি শতরান করে সেবার টেক্কা দিয়েছিল কোহলিকে। আইপিএল শেষ করে আগামী ১২ নভেম্বর ভারতীয় দল তাদের সাপোর্ট স্টাফ নিয়ে পৌঁছে যাবে সিডনিতে। উল্লেখ্য, সিডনিতেই ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দু’দলের প্রথম ওয়ানডে। কিন্তু সেখানে পৌঁছে প্রোটোকল মেনে কোয়ারেন্টাইনে কাটাতে হবে ভারতীয় দলকে। যদিও কোয়ারেন্টাইন কালে অনুশীলনের অনুমতি পেয়েছে ভারতীয় দল।
এরপর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে হবে টেস্ট সিরিজের গোড়াপত্তন। এরপর মেলবোর্নে ২৬-৩০ ডিসেম্বর বক্সিংডে টেস্টে মুখোমুখি হবেন কোহলি-পেইনরা। ৭-১১ জানুয়ারি সিডনিতে হবে নিউ ইয়ার টেস্ট ম্যাচ। এরপর ১৫-১৯ জানুয়ারী ব্রিসবেন গাব্বায় অস্ট্রেলিয়া সফরের অন্তিম ম্যাচটি (টেস্ট) খেলবেন কোহলিরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ