মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জারে যুক্ত করা হলো 'ভিডিও কলিং' ফিচার। এর ফলে কেউ চাইলে এখন থেকে ফেসবুকের মেসেঞ্জার থেকেই ভিডিও্র কল করতে পারবে। গতকাল এক ব্লগ পোস্টে এই সুবিধা চালুর কথা জানিয়েছে ফেসবুক।
পোস্টে ফেসবুক জানায়, খুব সহজেই যেন আরো ভালোভাবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যায়, সেজন্যই মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে।
তবে প্রথম দিকে কেবল ১৮টি দেশের ব্যবহারকারীরাই ভিডিও কলিং সুবিধা পাবে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রীস, আয়ারল্যান্ড, লাওস, লিথুয়ানিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল এবং উরুগুয়ে। তবে বিশ্বের অন্যান্য দেশেও খুব তাড়াতাড়িই এই সুবিধা চালুর আশাবাদ ব্যক্ত করেছে ফেসবুক।
এই ফিচার সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে আরো বলা হয়, মেসেঞ্জারের এই ভিডিও কল সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় অপর প্রান্তে পৌঁছাবে। ফলে যাত্রাপথে কেউ চাইলেও আড়ি পাততে পারবে না।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৫/শরীফ