সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর। কারণ ফেসবুক মেসেঞ্জার অ্যাপ আপনার মোবাইলে থাকলে এবার আপনি বিনামূল্যে ভিডিও কল করতে পারবেন।
সারাবিশ্বে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬০ কোটি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিপুল সংখ্যক ব্যবহারকারী যদি অ্যাপটি ব্যবহার করেন, তবে এক ধাক্কায় মাইক্রোসফটের স্কাইপ, অ্যাপলের ফেসটাইম এবং গুগলের হ্যাঙআউটকে রীতিমতো কঠিন প্রতিযোগিতার মধ্যে ফেলবে ফেসবুক।
গত মার্চে ফেসবুকের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্সে ফেসবুকের CEO মার্ক জুকেরবার্গ এই অ্যাপটির কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, অ্যাপ ব্যবহারকারীরা নিজেদের মধ্যে এর মাধ্যমে টাকাও পাঠাতে পারবেন।
যদিও এই সুবিধা অ্যাপল এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন হাতে গোনা কিছু দেশেই মিলছে। যে দেশগুলোতে এই সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো হল- বেলজিয়াম, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আয়ারর্ল্যান্ড, লাওস, লিথুয়ানিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উরুগুয়ে। আগামী কয়েক মাসের মধ্যে আরও বেশ কয়েকটি দেশে এই পরিষেবা চালু করবে ফেসবুক।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৫/মাহবুব