শনিবারের ৭.৯ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পাশে ইতোমধ্যে দাঁড়িয়েছে সার্চ ইঞ্জিন গুগল। এবার দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। দুর্গত মানুষের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট আরো জানিয়েছে, স্কাইপে থেকে নেপালের যেকোনো ফোন এবং মোবাইল নাম্বারে যেকোনো দেশ থেকে বিনামূল্যে ফোন করা যাবে। একইসঙ্গে নেপাল থেকেও অন্যান্য দেশে বিনামূল্যে স্কাইপে থেকে কল করা যাবে। নেটহোপ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান নেপালে তথ্য-প্রযুক্তিবিষয়ক অবকাঠামো মেরামতের ক্ষেত্রে এই অর্থ ব্যয় করবে কোম্পানিটি জানিয়েছে।
এছাড়া মাইক্রোসফটে কর্মরতদেরও দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ২০১৫/শরীফ