চলতি বছরটাকে বলা যায় সেলফি'র বছর। কিম কার্দেশিয়ান থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সবাই ক্যামেরা তুলে অন্তত একটি সেলফি শট নিয়েছেন।
তবে একটি ভালো সেলফির জন্য দরকার অনেক ভালো আলো। কতগুলো অ্যাপ রয়েছে যেগুলো সেলফিকে হাইলাইট, ফিল্টার এবং সফটেন করতে সাহায্য করবে। যেমন ফেসটিউন অ্যাপটি ফোনে ফটোশপের কাজ করবে। এই অ্যাপ দিয়ে ছবিতে থাকা চেহারার ত্রুটি মুছে ফেলা যাবে। পাশাপাশি হলুদ দাঁতকে সাদা করা যাবে। ডাউনলোড করা যাবে এই লিঙ্কে। পারফেক্ট ৩৬৫ অ্যাপটিকে বলা যায় ডিজিটাল মেক-আপ। এখানে ছবিতে ডিজিটালি আইশেড, লিপ কালার এবং স্কিন কালার করা যায়।
আর সেলফি ক্যাম যাপটি দিয়ে স্বচ্ছন্দভাবে সেলফিতে টেক্সট, স্টিকার এবং মজার সাজসরঞ্জাম যুক্ত করা যায়।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল ২০১৫/শরীফ