ক্রমাগত স্মার্টফোন ব্যবহার শিশুদের জন্য ক্ষতিকর। এমনটাই দাবি করেছেন ম্যাকগিলক্রিস্ট নামের একজন সাইকিয়াট্রিস্ট। তিনি জানিয়েছেন, ক্রমাগত স্মার্টফোন ব্যবহারের ফলে শিশুদের মধ্যে বর্ডারলাইন অটিস্টিক দেখা দিতে পারে।
ম্যাকগিলক্রিস্টের গবেষণায় দেখা গেছে, ৫ বছরের শিশুদের মধ্যে শারীরিক ভাষা বোঝা ও অনুভূতি প্রকাশের ক্ষমতা আগের প্রজন্মের শিশুদের থেকে উল্লেখজনকভাবে কমে গিয়েছে। অক্সফোর্ডের এক সাহিত্যের শিক্ষক জানিয়েছেন, তার এক তৃতীয়াংশ শিক্ষার্থীর মধ্যে অপরের অনুভূতি বোঝার ক্ষমতা কমে এসেছে। এর কারণ শিশুদের জীবনে অনবরত প্রযুক্তির উপস্থিতিই মনে করছেন তিনি। আধুনিক পরিবারে বাবা, মায়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুরা অধিকাংশ ক্ষেত্রেই টিভি বা ট্যাবলেটের সামনে অবসর সময় কাটায়। যার ফলেই তাদের মধ্যে দেখা যাচ্ছে অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৫/ রশিদা