উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য একটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ‘কন্টিনাম’ নামক এই ফিচারের মাধ্যমে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা একটি ফোন যে কোনো ডিসপ্লের সাথে সংযুক্ত করলেই সেটি পরিণত হবে ডেস্কটপে।
আর এজন্য ইউনিভার্সাল অ্যাপ তৈরি করতেও ডেভেলপারদের উৎসাহিত করছে মাইক্রোসফট। ফলে স্ক্রিন সাইজ অনুযায়ী কাজ করবে অ্যাপ। ইউনিভার্সাল অ্যাপ তৈরির জন্য প্রয়োজনীয় টুলও ডেভেলপারদের সরবরাহ করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
তবে এক্ষেত্রে যেহেতু ফোন থেকেই চলবে পুরো সিস্টেম, তাই ফোনের ক্ষমতাও হতে হবে বেশি। মাইক্রোসফটের জো বেলফিওর জানিয়েছেন, বর্তমানে যেসব উইন্ডোজ ডিভাইস আছে, সেগুলোতে এই ফিচারটি কাজ করবে না। আর তাই ডুয়েল ডিসপ্লে চালাতে সক্ষম, এমন হাই কনফিগারেশন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা আছে মাইক্রোসফটের। সূত্র : দ্য ভার্জ।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ