নাসার একটি মহাকাশযান আছড়ে পড়ল গ্রহ বুধের বুকে। টানা ১১ বছরের সফল মিশনের পর জ্বালানীর অভাবে বুধের পৃষ্ঠে ভেঙে পড়ে এই মহাকাশযানটি। এটিই প্রথম মহাকশযান যেটি বুধের কক্ষে সফলভাবে প্রবেশ করতে পেরেছিল। বৃহস্পতিবার বিকাল ৩টা ২৬ মিনিটে বুধের বুকে আছড়ে পড়ার আগে টুইটারে নিজের অন্তিম ফেয়ারওয়েলের কথা ঘোষণা করে নাসার এই মহাকাশযান।
এই তিন মিটার লম্বা মহাকাশযানটি ২০০৪ সালে বুধের কক্ষের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। এই যানটির সৌজন্যে জানা গেছে ছোট্ট গ্রহ বুধের বুকে বরফের আকারে জমাট বেঁধে আছে পানি। জানা গেছে বুধে রয়েছে বহু উদ্বায়ী উপকরণ।