এইতো সেদিন থেকে বাজারে পাওয়া যাচ্ছে অ্যাপল ওয়াচ। আর এ ওয়াচ নিয়ে ক্রেতাদের মাঝেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তাদের কাছ খেকে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। তবে প্রতিটি ওয়াচের মূল্য ধরা হয়েছে ন্যূনতম ৩৪৯ ডলার। এত বেশি দাম হওয়ায় এ নিয়ে সমালোচনাও হয়েছে। তবে অ্যাপল ওয়াচ নিয়ে গুরুত্বপূর্ণ এক তথ্য প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস।
আইএইচএস জানিয়েছে, সব মিলিয়ে অ্যাপলের ওয়াচটিতে আছে মাত্র ৮১.২০ ডলার মূল্যের বিভিন্ন পার্টস। আর এর সঙ্গে ২.৫০ ডলার উৎপাদন খরচ যুক্ত করা হলে একটি অ্যাপল ওয়াচ স্পোর্ট সংস্করণ তৈরি করতে খরচ পড়েছে ৮৩.৭০ ডলার।
এ হিসেবে প্রতিটি অ্যাপল ওয়াচে লাভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৫ ডলার। এর বিভিন্ন পার্টসের একটি মূল্য তালিকাও প্রকাশ করেছে আইএইচএস।
বিডি-প্রতিদিন/ ২ মে ২০১৫/শরীফ