প্রযুক্তির উন্নয়নে কত কিছুই না ঘটছে! এবার প্রযুক্তির মাধ্যমে মিলবে কারো বয়সের তথ্য! আর এ কাজটি করবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কম্পিউটার পণ্য নির্মাতা মাইক্রোসফট। কোম্পানিটি How-Old.net নামের একটি ওয়েবসাইট চালু করেছে যেখানে কেউ তার ছবি আপলোড করলেই মাইক্রোসফট জানিয়ে দেবে ওই ব্যক্তিন বয়স কত। সম্প্রতি মাইক্রোসফটের বিল্ড কনফারেন্সে এই ওয়েবসাইটটির কথা জানানো হয়েছে।
ওয়েবসাইটটি মূলত 'ফেসিয়াল রেকগনিশন' পদ্ধতি ব্যবহার করে এ কাজটি করে থাকে। এর পাশাপাশি আরো তথ্য যাচাই বাছাই করে বয়স নির্ধারণের কাজটি সম্পন্ন করা হয়। এছাড়া এখানে যত ছবি বয়স নির্ধারণের জন্য আপলোড করা হচ্ছে, সবই সংরক্ষণ করা হচ্ছে ওয়েবসাইটটির মানোন্নয়নে।
তবে মাইক্রোসফটের এই ওয়েবসাইটটি বয়স নির্ধারণে ক্ষেত্রে প্রত্যাশিতভাবে সফল হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই আসছে ভুল ফলাফল। তবে আশা করা হচ্ছে, ধীরে ধীরে ওয়েবসাইটি বয়স বলে দেওয়ার ক্ষেত্রে আরো বেশি নিখুঁত হবে। সূত্র: বিজনেস ইনসাইডার
বিডি-প্রতিদিন/ ২ মে ২০১৫/শরীফ