নেপালের ভূমিকম্প দুর্গত মানুষের সহায়তায় মাত্র দু'দিন আগেই ফেসবুক চালু করেছিল ডোনেশন বাটন। আর এর মাধ্যমে এখন পর্যন্ত ১ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
২৫ এপ্রিল সংঘটিত ৭.৯ মাত্রার ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত সাত হাজারের অধিক লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ১৫ হাজারের অধিক মানুষ। দুর্গত মানুষের সহায়তায় অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো এগিয়ে এসেছে ফেসবুকও।
এক স্ট্যাটাসে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, 'নেপালে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে আমরা সাধারণ ব্যবহারকারীদের সুযোগ করে দিয়েছিলাম। আর মাত্র দুই দিনে প্রায় ৫ লাখ লোক এতে সাড়া দিয়েছে। এতে করে আমরা প্রায় ১ কোটি ডলার অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছি।' তিনি আরো বলেন,' ইন্টারন্যাশনাল মিডিয়া কর্পস-এর মাধ্যমে এই অর্থ পৌঁছে যাবে নেপালের দুর্গত মানুষের সহায়তায়।
উল্লেখ্য, সংগৃহীত ১ কোটি ডলারের সঙ্গে ফেসবুকের পক্ষ থেকে আরো ২০ লাখ ডলার দেওয়া হবে বলেও ঘোষণা দেন জুকারবার্গ।
বিডি-প্রতিদিন/ ৩ মে ২০১৫/শরীফ