প্রথম দিকে সেলফি তোলা হত শুধু ফোন দিয়ে। পরবর্তী সময়ে একসঙ্গে অনেককে নিয়ে সেলফি তুলার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছিল সেলফি স্টিক। আর এবার যুক্ত হচ্ছে 'সেলফি হাত'।
এরিক স্নি এবং জাস্টিন ক্রো নামের দুই শিল্পী মনে করেন, সেলফি স্টিক দিয়ে তোলা ছবিগুলোতে সবাইকে একাকী মনে হয়। মানুষের কোনো ছোঁয়া থাকে না এসব ছবিতে। তাই সেলফিতে মানুষের ছোঁয়া নিয়ে আসার জন্য পরীক্ষামূলকভাবে তারা নিজেরাই তৈরি করেছেন 'সেলফি আর্ম' বা সেলফি বাহু। এর সাহায্যে ছবি তুললে মানুষের হাতও আসবে। এক্ষেত্রে একটা কাটা হাতের গোড়ায় (অবশ্যই প্লাস্টিকের হাত) সেলফি স্ট্যান্ডের ওপর ফোনটা ঝুলিয়ে দেয়া থাকে। সেলফি তোলার সময় হাতের আঙুলগুলো ধরে রাখলেই হবে, সেখানে থাকবে সেলফি বাটন।
উল্লেখ্য, ব্রিটেনের উইম্বলডন, ক্যান্টাকি ডারবি, অস্ট্রেলিয়া এবং ওয়াশিংটনের বিভিন্ন জাদুঘরে ইতোমধ্যেই সেলফি স্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে সেসব জায়গায় 'সেলফি আর্ম' এখনো নিষিদ্ধ হয়নি!
বিডি-প্রতিদিন/ ৩ মে ২০১৫/শরীফ