উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা খুব শীঘ্রই তাদের ফোনে অপারেটিং সিস্টেম 'উইন্ডোজ ১০' পাচ্ছেন না। এজন্য তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে।
কোম্পোনিটির অপারেটিং সিস্টেম গ্রুপের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিওর একথা জানিয়ে বলেন, 'মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমটি পিসি অপারেটিং সিস্টেমের মতো নয়। এটি বাজারে আসতে কিছুদিন সময় লাগবে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটির মূল লক্ষ্য হলো পিসি। এ অপারেটিং সিস্টেমটি পিসিতে অসাধারণ কাজ করবে। কিন্তু এর ব্যবহারকারীদের অন্য ডিভাইসগুলো যেমন ফোন, হলোলেন্স, এক্সবক্স, সারফেস হাব এসব চালানোর বিষয়টি স্থিতিশীল নয়।
উল্লেখ্য, নতুন অপারেটিং সিস্টেম ছাড়াও মাইক্রোসফটের নতুন ব্রাউজার 'মাইক্রোসফট এজ' সাপোর্ট চলতি বছরের গ্রীষ্মেই উন্মুক্ত হচ্ছে বলে কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৪ মে ২০১৫/শরীফ