খাগড়াছড়ির সাধারণ জনগণকে বিদ্যুৎ এর লো-ভোল্টেজের গ্রাহক ঝামেলা পোহাতে হয়। তাই এখানে বাড়তি ভোল্টেজের জন্য গ্রাহকরা বাধ্য হয়ে স্ট্যাভেস্নজার কিনছে। যার ফলে এখানে এখন চলছে রমারমা স্ট্যাভেস্নজার ব্যবসা। লো ভোল্টেজের সুযোগ নিয়ে ইলেকট্রনিক্সের দোকানগুলো বাড়তি দরে এখন রমরমা স্ট্যাভেস্নজার ব্যবসা মেতে উঠেছে।
নামমাত্রই বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে এখানকার বিদ্যুৎ বিভাগ। এতে পানির পাম্প, ফ্যান,ফ্রিজ কোনোটাই চলে না। তাই পুরো শহর জুড়ে গ্রাহকরা পানির জন্য হাহাকার করছে। বিদ্যুৎ গ্রাহক চন্দ্রিমা ভবতোষ সাহা জানান, 'স্ট্যাভেস্নজার দিয়েও এখন বাসা-বাড়ির পানির পাম্প চলে না'।
কতৃপক্ষের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের একটাই জবাব হাটাজারী থেকে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে কম মেগাওয়াট। শহরে চার ভাগে লোডশেডিং ভাগ করেছে বিদ্যুৎ বিভাগ। কোনো ভাগেই ভোল্টেজ নেই। লো-ভোল্টেজে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ তাফসীর