যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান ও টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি এবার পিক্সেলের তৃতীয় প্রজন্মের স্মার্টফোন আনার চিন্তা করছে। ধারণা করা হচ্ছে, অবশেষে আসছে পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল। সম্প্রতি একটি ভিডিওতে এ স্মার্টফোনের তথ্য ফাঁস হয়েছে।
রাশিয়ার এক ব্লগার এই ভিডিও পোস্ট করেছেন। দাবি করা হচ্ছে এটাই গুগল পিক্সেল ৩ এক্সএল। এটা চলবে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে। ডিজাইন দারুণ। টু-টোন কালার ডিজাইন আছে বরাবরের মতো।
ভিডিওতে যেটা দেখানো হয়েছে তা পিক্সেলের ৩ এক্সএল এর প্রি-রিলিজ সংস্করণ। এর পর্দা ৬.৭ ইঞ্চি। দেওয়া হয়েছে ইউএসবি সি-টাইপ হেডফোন। এই হেডফোনে পিক্সেল বাডও দেওয়া হয়েছে।
ফাঁসকৃত তথ্যে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর এবং ৪জিবি র্যাম রয়েছে। যদি আগের সংস্করণটি যে সময়ে ছাড়া হয়, সেই একই সময়ে এ বছর ছাড়া হলে ভক্তরা অক্টোবরেই এটি পেয়ে যাবেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান