অনলাইনে ফ্রি গেম খেলা এখন বিনোদনের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। তরুণদের মধ্যে অনলাইনে ফ্রি গেম খেলার হার তুলনামূলকভাবে বেশি। কিন্তু এতে করে তারা হ্যাকার ও সাইবার অপরাধীদের সহজ শিকারে পরিণত হন। যাদের এ আসক্তি আছে তাদের সতর্ক করে সম্প্রতি বার্তা দিয়েছে দুবাই পুলিশ।
টুইটারে ২৫ আগস্ট এক ভিডিও বার্তায় দুবাই পুলিশ জানায়, বেশিরভাগ 'ফ্রি' অনলাইন গেম আপনার গোপনীয়তা লঙ্ঘন করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করে মুনাফা অর্জন করে। তাই সতর্ক হোন এবং পরিবারের সদস্যদের সচেতন করুন। আপনার নিরাপত্তা আমাদের আনন্দ। স্মার্ট হোন এবং নিরাপদ থাকুন। সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা