মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মরুভূমিতে সায়েন্স ফিকশনের শহর বানাচ্ছে সৌদি আরব

এক স্বপ্নের শহর তৈরিতে উঠেপড়ে লেগেছে সৌদি আরব। মরুভূমির বুকে একটি সায়েন্স ফিকশন শহর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার। কথাটি গল্পের মতো শোনালেও, তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শহরটির নাম দেওয়া হয়েছে ‘দ্য লাইন’। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশে সায়েন্স ফিকশনের শহরটি নির্মাণের পরিকল্পনা হিসেবে গ্রহণ করা হয়েছে ‘নিওম’ নামের একটি প্রকল্প। ২০২১ সালের জানুয়ারিতে এই শহর তৈরির পরিকল্পনা প্রকাশ করেছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

‘দ্য লাইন’ শহরে মানুষ যেন সব রকম দূষণমুক্ত একটি পরিবেশে বসবাস করতে পারে সে দিকেই নজর রাখা হবে। সব প্রয়োজনীয় জিনিস থাকবে ৫ মিনিটের হাঁটা দূরত্বের মধ্যে। বিশ্বের সেরা স্থপতি এবং প্রকৌশলীদের দিয়ে এই শহর নির্মাণ করা হবে। শহরের মধ্যে থাকবে সবুজ প্রকৃতির ছোঁয়াও। এ ছাড়া এখান থেকে কোনো কার্বন নিঃসরণ করা হবে না। এটি নির্মাণে ব্যয় হবে এক ট্রিলিয়ন ডলার। শহরটি ২০০ মিটার চওড়া, ১৭০ কিলোমিটার লম্বা এবং সমুদ্রপৃষ্ঠ হতে ৫০০ মিটার উঁচুতে তৈরি করা হবে। এই দূরত্বের মঙ্গে ২০ মিনিটের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যাবে। দরকার হবে না কোনো গাড়ির। থাকবে অত্যন্ত দ্রুত গতির নতুন প্রযুক্তির যাতায়াত ব্যবস্থা। দ্রুত গতির রেল সেবার মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যুক্ত থাকবে। বসবাসের জন্য গুণগত মান নিশ্চিত করতে এই শহরে মাত্র ৯০ লাখ লোকের জন্য বসবাসের সুবিধা থাকবে। শতভাগ নবায়নযোগ্য শক্তিতে চলবে এই শহরের সবকিছু। তাই পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। শহরের ভিতরটি হবে পুরোপুরি ডিজিটালাইজড এবং বাইরের সীমানা কাঁচ দিয়ে ঘেরা থাকবে। বাড়ি, স্কুল, পথ, পার্ক, অফিস সবকিছু এমন স্তরে সাজানো থাকবে যাতে সবকিছুই থাকে একদম হাতের নাগালে। মানুষ প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে শহরের সবাই কিছু উপভোগ করতে পারবেন। ড্রোন ব্যবহার করে নানা ধরনের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ‘নিওম’ শহরের প্রকৌশলীদের।

লেখা : টেকনোলজি ডেস্ক

সর্বশেষ খবর