ওপেনএআই আবুধাবিতে ৫ গিগাওয়াটের একটি বিশাল ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরিতে সাহায্য করতে প্রস্তুত, যা একে বিশ্বের বৃহত্তম এআই অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে একটি করে তুলেছে। ব্লুমবার্গ রিপোর্ট অনুসারে, আশ্চর্যজনকভাবে পাঁচটি পারমাণবিক চুল্লির সমতুল্য শক্তির এবং ১০ বর্গমাইলজুড়ে বিস্তৃত এই ডেটা সেন্টার, যা ওপেনএআই বা তার প্রতিযোগীদের এ পর্যন্ত যে কোনো বিদ্যমান এআই অবকাঠামোকে ছাড়িয়ে যাবে।
আবুধাবিভিত্তিক প্রযুক্তি কনগ্লোমারেট জি৪২-এর সঙ্গে অংশীদারি তৈরি হওয়া সংযুক্ত আরব আমিরাতের এ প্রকল্পটি ওপেনএআইয়ের উচ্চাভিলাষী স্টারগেট প্রকল্পের অংশ, যা ওপেনএআই, সফটব্যাংক এবং ওরাকলের একটি যৌথ উদ্যোগ। এআই বিকাশের সমর্থনে শক্তিশালী কম্পিউটার চিপ দিয়ে সজ্জিত বিশ্বব্যাপী বিশাল ডেটা সেন্টার তৈরি করবে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে ওপেনএআইয়ের প্রথম স্টারগেট ক্যাম্পাস, যা ইতোমধ্যেই টেক্সাসের অ্যাবিলিনে নির্মাণাধীন। আশা করা হচ্ছে, এটি ১.২ গিগাওয়াটে পৌঁছাবে, তবে মধ্যপ্রাচ্যের প্রতিপক্ষ সে ক্ষমতাকে বাড়িয়ে দেবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বৃহত্তর এআই সম্পর্কের মধ্যে প্রকল্পটি উঠে আসছে, যা বহু বছর ধরে তৈরি হয়েছে এবং কিছু আইনপ্রণেতাকে উদ্বিগ্ন করেছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ওপেনএআইয়ের সম্পর্ক ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে এআই গ্রহণের লক্ষ্যে জি৪২-এর সঙ্গে একটি অংশীদারির মাধ্যমে শুরু হয়েছিল। একই বছর আবুধাবিতে একটি আলোচনায় ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করে সে সময় বলেছিলেন যে, এটি ‘এআই জনপ্রিয় হওয়ার আগে থেকেই এটি নিয়ে কথা বলছে।’