চলতি বছরের মার্চ ‘মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে ডার্ক ওয়েব ব্যবহারকারীর সংখ্যা। মাসের শুরুতে যেখানে দৈনিক প্রায় ২০ লাখ মানুষ এ গোপন অংশে প্রবেশ করতেন, মাস শেষে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ লাখেরও বেশি। টর ম্যাট্রিক্সের প্রতিবেদন তথ্যানুযায়ী, ডার্ক ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের এমন এক অংশ, যা সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এটি একটি এনক্রিপ্টেড নেটওয়ার্ক। যেখানে প্রবেশ করতে বিশেষ ধরনের সফটওয়্যার, সেটিংস ও অনুমতির প্রয়োজন হয়। এটি ব্যবহারের জন্য সবচেয়ে প্রচলিত প্রযুক্তি হলো ‘টর নেটওয়ার্ক’। ডার্ক ওয়েব অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সবচেয়ে বেশি কুখ্যাত। বিশেষজ্ঞদের মতে, গোপনীয়তা রক্ষা, নজরদারির ভয় ও বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ডার্ক ওয়েব ব্যবহারকারী বাড়ার মূল কারণ হতে পারে। প্রতিদিন অসংখ্য মানুষ নিজের ই-মেইল, ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশ করেন। এগুলো পাসওয়ার্ড ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত থাকায় সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না। এসব সাইট ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত।