ভাবুন তো, আইফোনের পরিচিত সিরি হঠাৎই নতুনভাবে কথা বলতে শুরু করল- আর তার পেছনে লুকিয়ে আছে গুগলের অত্যাধুনিক এআই বুদ্ধিমত্তা! শোনার মতো গল্প মনে হলেও এটাই হতে যাচ্ছে অ্যাপলের পরবর্তী বড় পদক্ষেপ। ২০১১ সালে জন্ম নেওয়া সিরি ছিল একসময়কার বিপ্লব। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এসে, গুগল অ্যাসিস্ট্যান্ট, চ্যাটজিপিটি বা স্যামসাংয়ের গ্যালাক্সি এআইর ভিড়ে সে যেন একেবারেই পুরোনো মনে হয়। তাই এবার অ্যাপল ভাবছে ভিন্ন পথে হাঁটার- গুগলের জেমিনি যুক্ত করে সিরিকে নতুন জীবন দেওয়ার। অ্যাপল এখন সিরির দুটি সংস্করণ পরীক্ষা করছে। লিনউড যা সম্পূর্ণ অ্যাপলের নিজস্ব মডেলে চলবে। আর গ্লেনউড- যেখানে যুক্ত থাকবে গুগলের জেমিনি। কোনটি বেছে নেওয়া হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে শোনা যাচ্ছে, অ্যাপলের ভিতরে চলা দেরি আর অনিশ্চয়তার কারণে জেমিনিই হতে পারে তাদের ভরসা। অ্যাপলের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এআই প্রকল্প ইতোমধ্যেই আংশিকভাবে iOS 18-তে যুক্ত হয়েছে। কিন্তু যেটি সবচেয়ে প্রতীক্ষিত, ব্যক্তিগত তথ্য বুঝে অ্যাপের ভিতরে কাজ করা সিরি, তা পিছিয়ে গেছে ২০২৬ পর্যন্ত। এই দেরি অ্যাপলের ভিতরে অস্থিরতা তৈরি করেছে, টিম বদলাচ্ছে, পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। গুগলের জেমিনি ইতোমধ্যেই Pixel 10 ফোনে নানা ফিচার দিয়ে আলোড়ন তুলেছে। অ্যাপলের প্রতিশ্রুত সিরির সঙ্গে এর মিলও রয়েছে। সবচেয়ে বড় কথা, এটি অ্যাপলের নিজস্ব সার্ভারে চালালে প্রাইভেট ক্লাউড কম্পিউট প্রযুক্তি ব্যবহার করে ডেটার গোপনীয়তাও রক্ষা করা যাবে, যা অ্যাপলের ব্র্যান্ড আইডেন্টিটি। তবে অ্যাপলের স্বভাব অনুযায়ী, তারা এটিকে কেবল কপি করবে না, বরং নিজেদের মতো করে সাজিয়ে দেবে এক অনন্য অভিজ্ঞতায়।
তথ্যসূত্র : টেকরাডার