আধুনিক গ্যাজেট জগতে ইউএসবি-সি (USB-C) এখন যেন এক সর্বজনীন কানেকশন-একই তারে চার্জিং, ডেটা ট্রান্সফার ও ভিডিও আউটপুটের সমাধান। কিন্তু সমস্যা হলো, সব ইউএসবি-সি ক্যাবল দেখতে এক হলেও তাদের ভিতরের সক্ষমতা মোটেও এক নয়। ভুল ক্যাবল ব্যবহার করলে ডেটা ট্রান্সফার হবে ধীর, আবার চার্জিংয়েও মিলবে না প্রত্যাশিত গতি। তাহলে কীভাবে বুঝবেন কোন ইউএসবি-সি ক্যাবল আপনার ডিভাইসের জন্য সঠিক? জেনে নিন তিনটি মূল পার্থক্য-
১. ডেটা ট্রান্সফার স্পিড :
ক্যাবলের ডেটা গতিবেগ নির্ভর করে মূলত তা কোন সংস্করণের ইউএসবি প্রযুক্তি ভিত্তি করে তৈরি।
ইউএসবি ২.০ : সর্বোচ্চ ৪৮০ Mbps গতি-ছোট ফাইল আদানপ্রদানে ঠিক আছে, কিন্তু বড় ফাইল বা ভিডিওর জন্য ধীর।
ইউএসবি ৩.১/৩.২/ইউএসবি ৪ : উন্নত সংস্করণগুলো ৫ থেকে ৮০ Gbps পর্যন্ত গতি দিতে পারে, যা বড় ভিডিও বা পেশাদার কাজে উপযুক্ত।
২. পাওয়ার ডেলিভারি (PD) :
সব ইউএসবি-সি ক্যাবল সমান চার্জিং ক্ষমতা দেয় না। সাধারণ ক্যাবলগুলো ৬০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে-স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য যথেষ্ট। ল্যাপটপ বা গেমিং কনসোলের জন্য প্রয়োজন ২৪০ ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন হাই-পারফরম্যান্স ক্যাবল।
৩. ভিডিও আউটপুট (অল্টারনেট মোড) :
সব ক্যাবল ভিডিও সংকেত পাঠায় না। ডিসপ্লে বা মনিটরের সঙ্গে সংযোগের জন্য ক্যাবলে থাকতে হবে Alt Mode ফিচার। এটি না থাকলে ক্যাবল শুধু ডেটা ও চার্জ ট্রান্সফার করবে, ভিডিও নয়।
সঠিক ক্যাবল চেনার কৌশল
একই রকম দেখতে ক্যাবলের ভিড়ে সঠিকটি বেছে নিতে কয়েকটি বিষয়ে নজর দিন-
♦ লোগো ও সার্টিফিকেশন : অফিসিয়াল USB-IF বা Thunderbolt লোগো থাকে, তা নির্ভরযোগ্য।
♦ দৈর্ঘ্য : উচ্চগতির ক্যাবল সাধারণত ছোট হয়। ইউএসবি ৩.১ বা ইউএসবি ৪ ক্যাবলগুলো প্রায়ই সংক্ষিপ্ত হয় সিগন্যাল স্থিতিশীল রাখতে।
♦ স্পেসিফিকেশন পড়ুন : কেনার আগে প্রস্তুতকারকের দেওয়া স্পিড, পাওয়ার ও ভিডিও আউটপুট সংক্রান্ত তথ্যগুলো বিস্তারিত দেখে নিন।
তথ্যসূত্র : মেকইউজঅব