চলতি মাসে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ইভেন্টে তিনটি নতুন এবং যুগান্তকারী ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। নিজেদের ফোল্ডএবল ফোনের পাশাপাশি মোবাইল ডিভাইসের তালিকা আরও বড় করতে এই উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট। এই ইভেন্টে তাদের প্রথম এক্সআর হেডসেট, একটি ট্রাইফোল্ডিং ফোন এবং একটি এআই গ্লাস উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
স্যামমোবাইলের প্রতিবেদন অনুযায়ী, নতুন ডিভাইসগুলো হলো-গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড; এটি স্যামসাংয়ের প্রথম ট্রাইফোল্ডিং স্মার্টফোন। এর সাড়ে ৬ ইঞ্চির কভার স্ক্রিন এবং ১০ ইঞ্চির মূল স্ক্রিন থাকবে, যা ব্যবহারকারীকে প্রয়োজন অনুযায়ী ফোন ও ট্যাবলেট হিসেবে ব্যবহারের সুবিধা দেবে। এক্সআর হেডসেট; ‘প্রজেক্ট মোহান’ কোড নামের এই হেডসেটটি গুগল ও কোয়ালকমের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। এটি অ্যাপলের ‘ভিশন প্রো’-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এআই গ্লাস; ‘গ্যালাক্সি গ্লাসেস’ নামে পরিচিত এই এআই চশমাটি মেটার ‘এআই গ্লাসেস’-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এর কোড নাম ‘প্রজেক্ট হাইয়ান’।