মহাকাশপ্রেমীদের জন্য সুসংবাদ! ২ কোটি ৮০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত বিখ্যাত লেন্টিকুলার গ্যালাক্সি M104, যা সোমব্রেরো গ্যালাক্সি নামে পরিচিত, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দেখার সেরা সময়। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর অত্যন্ত সুস্পষ্ট ধুলো রেখা (Dust Lane), যার কারণে এটি এমন আকর্ষণীয় নাম পেয়েছে, হালকা দূষিত আকাশেও এটিকে সহজেই খুঁজে পেতে সাহায্য করে। মহাকাশে এর অবস্থান হলো অ্যালগোরাব (Algorab) এবং পোরিমা (Porrima)-এর মধ্যবর্তী দূরত্বের এক-তৃতীয়াংশে। মহাবিশ্বের এই সোমব্রেরো গ্যালাক্সিটি তার অনন্য গঠনের কারণে মহাবিশ্বের রহস্য সন্ধানে আগ্রহী পর্যবেক্ষকদের জন্য এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।
তথ্যসূত্র : নাসা/ইএসএ