দেশে অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের কোনো নেটওয়ার্কে অবৈধ আইএমইআইযুক্ত (IMEI)) ফোন সচল থাকবে না। এজন্য চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম-ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR), যা পরিচালনা করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ব্যবস্থায় শুধু অনুমোদিত ও বৈধভাবে আমদানি করা হ্যান্ডসেটই দেশের মোবাইল নেটওয়ার্কে কাজ করবে। তবে বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন প্রাথমিকভাবে সচল থাকলেও ৩০ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে, নইলে তা বিচ্ছিন্ন হয়ে যাবে।
নিবন্ধনের ধাপগুলো সহজ :
ব্যবহারকারীকে প্রথমে neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ‘Special Registration’ সেকশনে গিয়ে ফোনের আইএমইআই নম্বর দিতে হবে। পাসপোর্টের তথ্য, দেশে আগমনের সিল, ফোনের ক্রয়রশিদ ও (প্রয়োজনে) কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র আপলোড করতে হবে। সব তথ্য যাচাই শেষে ফোন বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এয়ারমেইলে পাওয়া ফোনের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে, শুধু প্রেরক ও প্রাপকের পরিচয়পত্রের কপি যুক্ত করতে হবে। বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন যাত্রী নিজের ব্যবহৃত ফোন ছাড়াও আরও একটি ফোন বিনা শুল্কে এবং অতিরিক্ত একটি ফোন শুল্ক দিয়ে দেশে আনতে পারবেন। বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে অবৈধ ফোন বাজার থেকে উধাও হবে, ব্যবহারকারীরা বৈধভাবে কেনা ও বিদেশ থেকে আনা ফোন নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন।