আজকাল ‘অ্যামোলেড ডিসপ্লে’ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এক দারুণ অভিজ্ঞতা। এর নিখুঁত কালো রং, প্রাণবন্ত এইচডিআর কনটেন্ট এবং ব্যাটারি সাশ্রয়ী ক্ষমতা- সব মিলিয়ে ফ্ল্যাগশিপ থেকে মিড-রেঞ্জের সব ফোনে জনপ্রিয়তার শীর্ষে।
তবে সম্প্রতি এতে দেখা দিচ্ছে এক বিরক্তিকর ত্রুটি ‘গ্রিন লাইন’ সমস্যা। হঠাৎ পর্দাজুড়ে ওপর থেকে নিচ পর্যন্ত একটি সরু সবুজ দাগ দেখা যায়, যা ফোনের অন্য কার্যকারিতায় প্রভাব না ফেললেও দৃশ্যমান অভিজ্ঞতা নষ্ট করে দেয়। ব্যবহারকারীরা জানিয়েছেন, ফোন না পড়লেও বা পানিতে না ভেজালেও এ সমস্যা দেখা দিচ্ছে। স্যামসাং, ওয়ানপ্লাস, অপো, ভিভো, শাওমি, এমনকি অ্যাপলের ফোনেও এটি ঘটছে-অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের নয়, বরং হার্ডওয়্যারনির্ভর সমস্যা। সাধারণত ফোনের ডিসপ্লে কানেক্টর বা ফ্লেক্স কেবল ক্ষতিগ্রস্ত হলে এ দাগ তৈরি হয়।
অনেকে সফটওয়্যার আপডেটকে দায়ী করলেও বিশেষজ্ঞদের মতে, আপডেটের সময় ফোনে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে ফ্লেক্স ক্যাবলে ক্ষতি করতে পারে, সেটিই মূল কারণ। আবার অতিরিক্ত চাপ, পতন বা আর্দ্রতা থেকেও এ ত্রুটি দেখা দিতে পারে। সমাধান হিসেবে ডিসপ্লে পরিবর্তনই একমাত্র কার্যকর উপায়। প্রথমে ফোনটি রিস্টার্ট করে দেখা যেতে পারে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এটি স্থায়ী সমস্যা হয়। তাই দ্রুত সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই শ্রেয়। সবচেয়ে বিপজ্জনক ভুল হলো ইন্টারনেটে প্রচলিত আগুন বা লাইটার ব্যবহার করে লাইন সরানোর চেষ্টা করা-এটি বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিন লাইন এখনো অ্যামোলেড প্রযুক্তির একটি দুর্বল দিক। নতুন প্রজন্মের প্যানেলে এ সমস্যা কমলেও পুরোপুরি নির্মূল হয়নি। নিরাপদ ব্যবহারে ও ঠান্ডা পরিবেশে ফোন রাখলে ঝুঁকি কমানো সম্ভব।
তথ্যসূত্র : মেকইউজঅব