ভার্গো ক্লাস্টার এত বিশাল এবং বিস্তৃত যে একে একটি মাত্র তালিকা হিসেবে উল্লেখ করা যথেষ্ট নয়। এর উজ্জ্বল সদস্যগুলোর মধ্যে বিখ্যাত ‘এম৮৭’ (M87) গ্যালাক্সিটি অন্যতম। এতে একটি অতিবৃহৎ ব্ল্যাকহোল রয়েছে, যা ইতিহাসে প্রথমবার ছবি তোলা হয়েছিল। এই ক্লাস্টারের বেশির ভাগ গ্যালাক্সি হলো উপবৃত্তাকার অথবা সর্পিল/লেনটিকুলার প্রকৃতির। দুঃখজনকভাবে, এদের বিস্তারিত বৈশিষ্ট্যগুলো হয় খুব কম কনট্রাস্টের অথবা পর্যবেক্ষণের জন্য খুব ক্ষীণ। মার্চ-জুলাই মাস ভার্গো ক্লাস্টার দেখার উপযুক্ত সময়। এই ক্লাস্টারটির দূরত্ব প্রায় ৫০-৭০ মিলিয়ন আলোকবর্ষ। এটি মূলত ভিন্ডেমিয়াট্রিক্স (Vindemiatrix) এবং ডেনেবোলা (Denebola)-এর মাঝামাঝি অবস্থান করছে।
তথ্যসূত্র : নাসা/ইএসএ