কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজকের প্রযুক্তি জগতের নতুন বিপ্লব। আর এই বিপ্লবকে টিকিয়ে রাখতে দরকার প্রচুর পরিমাণ শক্তি, যা আমাদের পৃথিবীর বিদ্যুৎ ব্যবহারের চিত্রকেই পাল্টে দিতে পারে। তাই বড় প্রযুক্তি সংস্থাগুলো- গুগল, মাইক্রোসফট, অ্যামাজন- সবাই নতুন উৎস খুঁজছে ...
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপুল শক্তিচাহিদা মেটাতে বড় প্রযুক্তি সংস্থাগুলো নতুন জ্বালানি উৎসের সন্ধান করছে। এই লক্ষ্যেই তারা এখন পারমাণবিক শক্তির ওপর বাজি ধরছে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ঐতিহাসিক থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করেছে। যে প্ল্যান্টটি ১৯৭৯ সালের আংশিক চুল্লি গলনের দুর্ঘটনার জন্য কুখ্যাত।
বিশেষজ্ঞদের মতে, বিশাল ডেটা সেন্টার ও এআই সার্ভারগুলো ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। পারমাণবিক শক্তি সেই চাহিদা পূরণের পাশাপাশি কার্বন নিঃসরণমুক্ত বিকল্প হিসেবে কার্যকর হতে পারে। তবে খরচ, জনমত এবং নতুন পারমাণবিক প্রযুক্তি কার্যকর হতে দীর্ঘ সময় লাগবে-এই বাস্তবতা এখনো বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে। আজ রইল একনজরে এআই যুগের শক্তি সংকট ও পারমাণবিক সমাধানের বাস্তবতা সম্পর্কে বিস্তারিত ...
থ্রি মাইল আইল্যান্ডের স্মৃতি
১৯৭৯ সালের থ্রি মাইল আইল্যান্ড দুর্ঘটনা আজও মার্কিন পারমাণবিক শক্তির ইতিহাসে গুরুত্বপূর্ণ। পেনসিলভেনিয়ার ওই বিদ্যুৎ কেন্দ্রে এক চুল্লি আংশিকভাবে গলে গিয়েছিল। প্রাণহানি না ঘটলেও এই দুর্ঘটনা পারমাণবিক শক্তি নিয়ে আমেরিকানদের আতঙ্ক গভীর করে। একই সময়ে মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য চায়না সিনড্রোম’ সেই ভয়ের প্রতীক হয়ে ওঠে। এই ঘটনাস্থলই আবার আলোচনায় এসেছে-সম্প্রতি মাইক্রোসফট সেখানে অবশিষ্ট সক্রিয় রিঅ্যাক্টর থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করেছে।
এআই ও শক্তির ক্ষুধা
আজকের বিশ্বে এআই শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ সরবরাহ। আন্তর্জাতিক শক্তি সংস্থার (IEA) তথ্যে দেখা গেছে, বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১.৫% ডেটা সেন্টার খরচ করে। আগামী পাঁচ বছরে এটি দ্বিগুণ হতে পারে। এআই মডেল চালাতে যে বিশাল পরিমাণ সার্ভার ও চিপ লাগে, তা ২৪ ঘণ্টা অবিরত শক্তি চায়। জীবাশ্ম জ্বালানির যুগ পেরিয়ে এখন শিল্প খুঁজছে নিরবচ্ছিন্ন কিন্তু পরিচ্ছন্ন বিদ্যুতের উৎস। পারমাণবিক শক্তি সেই জায়গায় একটি আকর্ষণীয় সমাধান বলে মনে হচ্ছে।
ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর : ভবিষ্যতের প্রতিশ্রুতি?
বিগ টেক এখন যেসব পারমাণবিক প্রকল্পে বিনিয়োগ করছে, তার মূল ফোকাস ‘Small Modular Reactors (SMRs)’-এক ধরনের ক্ষুদ্র আকারের চুল্লি, যা তুলনামূলকভাবে নিরাপদ ও কম ব্যয়বহুল বলে দাবি করা হয়। চীন ও রাশিয়ায় ইতোমধ্যে দুটি SMR বিদ্যুৎ সরবরাহ করছে। ফলে প্রযুক্তি দুনিয়া আশাবাদী-এই ক্ষুদ্র চুল্লিগুলো এক দিন ডেটা সেন্টারের পাশে বসেই নিরবচ্ছিন্ন, পরিষ্কার শক্তি দিতে পারবে। কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের সাবেক পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার চেয়ার অ্যালিসন ম্যাকফারলেন বলেন, ‘বেশির ভাগ SMR এখনো কাগজে-কলমে প্রকল্প মাত্র।’ এগুলোর বাণিজ্যিকীকরণ কঠিন কারণ ছোট রিঅ্যাক্টর মানে কম দক্ষতা- একই জ্বালানি থেকে কম শক্তি উৎপাদন।
সময় ও অর্থের বাস্তবতা
গুগলের অংশীদার প্রতিষ্ঠান Kairos Power টেনেসির একটি পরীক্ষামূলক প্রকল্পে কাজ করছে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। কিন্তু এআই শিল্পের শক্তি চাহিদা যে গতিতে বাড়ছে, তার তুলনায় এই পরিকল্পনা অনেক ধীর। বিশেষজ্ঞ হায়দার রাজা বলেন, ‘SMR হয়তো ভবিষ্যতে ভূমিকা রাখতে পারবে, কিন্তু আগামী এক-দুই বছরে এআই শক্তির সংকট মেটানোর ধারেকাছেও প্রকল্পটি আসবে না।’
জনমত ও পরিবেশগত শঙ্কা
যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি নিয়ে জনগণের মনোভাব এখনো মিশ্র। কিছু জায়গায় স্থানীয় প্রশাসন পারমাণবিক প্রকল্প পুরোপুরি নিষিদ্ধ করেছে। যেমন-নিউইয়র্কের নর্থ টনওয়ান্ডা শহর ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য প্রস্তাবিত এক ক্ষুদ্র চুল্লি নির্মাণের বিরুদ্ধে ভোট দিয়েছে। এ ছাড়া গবেষণায় দেখা গেছে, ক্ষুদ্র চুল্লিগুলো তুলনামূলকভাবে বেশি তেজস্ক্রিয় বর্জ্য তৈরি করে, যা পরিবেশগত উদ্বেগ আরও বাড়ায়।
বিকল্প চিন্তা : শক্তি-দক্ষ এআই
সবাই যখন নতুন বিদ্যুৎ উৎস খুঁজছে, তখন কিছু গবেষক অন্য পথে হাঁটছেন। তারা কীভাবে এআইকে আরও শক্তি-দক্ষ করা যায়, সে বিষয়ে ভাবছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশারফ চৌধুরী বলেন, ‘এআই এত দ্রুত ছড়িয়েছে যে আমরা এর শক্তি ব্যয়ের হিসাব করার সময়ই পাইনি।’ তিনি ও তার দল কম শক্তি শোষণকারী চিপ এবং ছোট ডেটা সেটে কাজ করা এআই মডেল তৈরির চেষ্টা করছেন। যদিও এখনো এমন কোনো সমাধান পাওয়া যায়নি যা কার্যকর।
এআই যুগে শক্তির ভবিষ্যৎ হবে বহুমাত্রিক- সৌর, বায়ু, পারমাণবিক ও শক্তি-দক্ষ প্রযুক্তির মিশ্রণে গড়া নতুন যুগ। যা হয়তো এখনই বাস্তবায়নযোগ্য নয়, তবে এটি এআইর শক্তির ক্ষুধা মেটাতে দ্রুত ও গভীরভাবে ভাবাচ্ছে।