ওপেনএআই সম্প্রতি চ্যাটজিপিটিতে অ্যাপ ইন্টিগ্রেশনের সুবিধা চালু করেছে, এর অংশ হিসেবে স্পটিফাই যুক্ত হয়েছে, ফলে চ্যাটজিপিটির মাধ্যমেই এখন প্লেলিস্ট তৈরি, গান সুপারিশ ও পডকাস্ট খোঁজা সম্ভব হবে। স্পটিফাই অ্যাকাউন্ট সংযুক্ত করতে হলে, প্রম্পটে ‘Spotify’ উল্লেখ করলেই নিচে ‘Use Spotifz for this answer’ বাটন দেখা যাবে। সংযুক্তির পর এআই ব্যবহারকারীর শোনার অভ্যাস ও লাইক অনুযায়ী গান সাজিয়ে দিতে পারবে। চাইলে মুড, অনুষ্ঠান বা সময় অনুযায়ী কাস্টমাইজড প্লেলিস্টও বানানো যাবে। চ্যাটজিপিটি স্পটিফাইয়ের মধ্যে প্লেব্যাক নিয়ন্ত্রণ, প্লেলিস্ট তৈরি-সম্পাদনা, লাইব্রেরি ব্যবস্থাপনা ও ফলো তালিকা আপডেটের কাজও করতে পারে। এই ফিচারটি ১৪৫টি দেশে ওয়েব ও মোবাইল উভয় প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি ফ্রি, প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।