স্মার্টফোন আমাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তাই নতুন ফোনটি দীর্ঘদিন ভালো রাখতে চাইলে এর সঠিক যত্ন নেওয়াও জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, যত্ন ও নিয়মিত আপডেট রাখলে একটি স্মার্টফোন সহজেই চার থেকে পাঁচ বছর টিকে যেতে পারে।
♦ ব্যাটারির যত্ন নিন :
ব্যাটারি ফোনের আয়ুষ্কালের মূল উপাদান। ফোন ২০-৮০% চার্জের মধ্যে রাখার চেষ্টা করুন। বারবার পুরোপুরি চার্জ ফুরিয়ে যেতে দেবেন না। রাতে চার্জে রাখা নিরাপদ, তবে অবশ্যই আপনার স্মার্টফোনটি অতিরিক্ত গরম এড়িয়ে চলুন।
♦ তাপমাত্রা থেকে সতর্ক থাকুন :
চরম গরম বা ঠান্ডা ব্যাটারির ক্ষতি করে। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় চার্জ করবেন না এবং গাড়ির ভিতরে রেখে দেবেন না।
♦ পাওয়ার সেটিংস ঠিক করুন :
স্ক্রিনের উজ্জ্বলতা কমান, ডার্ক থিম চালু রাখুন এবং অটো-ব্রাইটনেস ব্যবহার করুন। ব্যাটারি বেশি খরচ করে এমন অ্যাপ বন্ধ করুন এবং লো পাওয়ার মোড সক্রিয় রাখুন।
♦ ফোনটি সুরক্ষিত ও পরিষ্কার রাখুন :
একটি শক্তিশালী কেস ও টেম্পারড গ্লাস স্ক্রিন প্রটেক্টর ফোনকে দুর্ঘটনার আঘাত ও আঁচড় থেকে রক্ষা করবে। চার্জিং পোর্ট ও স্পিকারে ময়লা জমলে চার্জিং বা সাউন্ডে সমস্যা হতে পারে। টুথপিক বা নরম ব্রাশ দিয়ে সাবধানে পরিষ্কার করুন।
♦ সফটওয়্যার আপডেট করুন :
স্মার্টফোনের নিত্যদিনের অ্যাপ এবং অপারেটিং সিস্টেমগুলোর আপডেট রাখলে ব্যাটারি ম্যানেজমেন্ট ও নিরাপত্তা উন্নত হয়। বর্তমানে গুগল ও স্যামসাং সাত বছর পর্যন্ত আপডেট দিচ্ছে, আর অ্যাপল পুরোনো মডেলগুলোকেও নিরাপত্তা আপডেট ঠিকঠাকভাবে সরবরাহ করছে।