গরমের দিনে একটু অসতর্কতাই আপনার প্রিয় স্মার্টফোনকে বিপদে ফেলতে পারে, হয়তো পানীয় উল্টে গেল বা বৃষ্টিতে ভিজে গেল ফোন। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই; সঠিক পদক্ষেপ নিলে ভেজা ফোনকেও সহজে বাঁচানো সম্ভব। প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার জানায়, প্রথমেই ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলুন। কখনোই চার্জ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এতে শর্টসার্কিট হতে পারে। এরপর পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে আলতোভাবে ফোন ও চার্জিং পোর্ট মুছে ফেলুন। চাইলে সামান্য ঝাঁকিয়ে নিন, যাতে পোর্টের পানি বেরিয়ে আসে। এরপর ফোনটিকে ফ্যানের সামনে রাখুন বা সিলিকা জেল প্যাকেটসহ জিপলক ব্যাগে কয়েক ঘণ্টা রাখুন-এটি আর্দ্রতা শোষণে দারুণ কার্যকর। তবে ফোন চালের মধ্যে রাখার প্রচলিত কৌশলটি ব্যবহার না করাই ভালো; এতে চালের ধুলো পোর্টে ঢুকে ক্ষতি করতে পারে। একইভাবে হেয়ার ড্রায়ারের তাপও ফোনের সার্কিট পুড়িয়ে দিতে পারে। কয়েক ঘণ্টা পর ফোনটি শুকিয়ে গেলে চালু করে চার্জ দেওয়ার চেষ্টা করুন। যদি কাজ না করে, স্যামসাংসহ কিছু অ্যান্ড্রয়েড ফোনে USB Settings? Clear Cache অপশন ব্যবহার করে দেখতে পারেন। তবু সমাধান না মিললে সার্ভিস সেন্টারে নেওয়াই শ্রেয়।
অবশ্য জরুরি প্রয়োজনে ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা নিরাপদ বিকল্প। ধৈর্য ধরে সঠিক উপায়ে ব্যবস্থা নিলে ভেজা ফোনও নতুনের মতো সচল হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র : মেক ইউজ অব