দেশের মানুষের দৈনন্দিন এবং ব্যবসায়িক হিসাবনিকাশকে আরও সহজ ও স্বচ্ছ করতে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আরকেআর বিডি (RKR BD)’ চালু করল ‘বিডি খাতা’ নামে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল অ্যাকাউন্টিং সলিউশন। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, ব্যক্তিগত ব্যবহারকারীরা আজীবন বিনামূল্যে এই অ্যাপটি ব্যবহার করার সুযোগ পাবেন। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে যে কোনো প্রজেক্ট বা ভ্রমণের হিসাব খুব সহজে গ্রুপ তৈরি করে শেয়ার করার সুযোগ থাকায় অ্যাপটি ব্যক্তিগত আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিডি খাতা’ অ্যাপের বিভিন্ন বৈশিষ্ট্য ও সম্ভাবনা নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন আরকেআর বিডি-এর ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান রেজাউল করিম রাজু। তিনি জানান, সাধারণ মানুষের দৈনন্দিন হিসাব সহজ করার লক্ষ্যে প্রতিটি ব্যক্তিগত ব্যবহারকারী ‘বিডি খাতা’ অ্যাপটি আজীবন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এর অ্যাডভান্সড ফিচারগুলোও সীমিত সময়ের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে। আরকেআর বিডি-এর ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান রেজাউল করিম রাজু এ উদ্যোগ সম্পর্কে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা চেয়েছি দেশের মানুষের আর্থিক ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে। ‘বিডি খাতা’ শুধু একটি হিসাব রাখার অ্যাপ নয়, এটি ব্যক্তি ও ব্যবসায়িক পর্যায়ে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার একটি শক্তিশালী টুল। আমরা বিশ্বাস করি, ব্যক্তিগত ব্যবহারের জন্য এটিকে আজীবন ফ্রি করে দেওয়ার মাধ্যমে আমরা ডিজিটাল অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে পারব।’