ডিজিটাল ডিজাইন ও ফটো এডিটিংয়ের জগতে বহু বছর ধরে একটি প্রশ্ন ঘুরেফিরে আস্ত অ্যাডোবি ফটোশপ নাকি অ্যাফিনিটি সফটওয়্যার? দীর্ঘদিন ধরে ফটোশপই ছিল শিল্পের মানদণ্ড, কিন্তু সেরিফের তৈরি অ্যাফিনিটি এখন শক্তিশালী এবং বাজেটবান্ধব বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছে।
অ্যাফিনিটি ও ফটোশপ : অ্যাফিনিটি আসলে তিনটি সফটওয়্যারের সমন্বয়- অ্যাফিনিটি ফটো (ফটো এডিটিং), অ্যাফিনিটি ডিজাইনার (ভেক্টর গ্রাফিক্স) এবং অ্যাফিনিটি পাবলিশার (ডেস্কটপ পাবলিশিং)। এর সবই আলাদাভাবে কিংবা একসঙ্গেও ব্যবহার করা যায়। অন্যদিকে, ফটোশপ ১৯৯০ সাল থেকে ইমেজ এডিটিং, গ্রাফিক ডিজাইন, ইউআই/ইউএক্স, ডিজিটাল পেইন্টিং এমনকি অ্যানিমেশনেও ব্যবহৃত হচ্ছে।
দামের লড়াই : এককালীন বনাম সাবস্ক্রিপশন
♦ ফটোশপ : এর মাসিক প্রায় ২০.৯৯ ডলার সাবস্ক্রিপশন লাগে, যা বছরে ২৫০ ডলারও ছাড়িয়ে যেতে পারে। সব অ্যাডোব অ্যাপ ব্যবহার করতে চাইলে খরচ আরও বেশি।
♦ অ্যাফিনিটি : এককালীন ৬৯.৯৯ ডলার, আর তিনটি অ্যাপ ও সব প্ল্যাটফর্মের জন্য ইউনিভার্সাল লাইসেন্স প্রায় ১৬৯.৯৯ ডলার। তবে এর কোনো মাসিক ফি নেই, আপডেটও বিনামূল্যে। যারা সাবস্ক্রিপশনের ঝামেলা এড়াতে চান, তাদের জন্য অ্যাফিনিটি এগিয়ে।
ফিচার ও পারফরম্যান্স
♦ পারফরম্যান্স : অ্যাডোব ফটোশপে সাধারণত বড় ফাইল বা অনেক লেয়ারে ধীর গতির হতে পারে, অপরদিকে- অ্যাফিনিটি তুলনামূলক হালকা এবং দ্রুত কাজ করে।
♦ ফিচার : অ্যাডোব ফটোশপের বিশাল টুলসেট, 3D, ভিডিও লেয়ার ও উন্নত AI ফিচার আছে। তবে অ্যাফিনিটি ফোকাসড, তবে ফটো এডিটিংয়ে শক্তিশালী।
♦ এআই ও ইন্টিগ্রেশন : অ্যাডোব ফটোশপে নিউরাল ফিল্টারের মতো AI ফিচার রয়েছে এবং অ্যাডোবি ইকোসিস্টেমের সঙ্গে চমৎকার সংযোগ। অ্যাফিনিটি চমৎকার PSD সাপোর্ট দিলেও সেই স্তরের ইন্টিগ্রেশন নেই।
♦ শেখার ধাপ : অ্যাডোব ফটোশপ তুলনামূলক জটিল, তবে প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায়। অন্যদিকে অ্যাফিনিটি সহজে শেখা যায়, বিশেষ করে নবীনদের জন্য।
♦ মোবাইল অ্যাপ : অ্যাডোব ফটোশপ এক্সপ্রেসে সীমিত ফিচার, কিন্তু অ্যাফিনিটি আইপ্যাড অ্যাপে পূর্ণ ফিচার দেয়।
কার জন্য কোনটি?
♦ অ্যাফিনিটি : বাজেট-সচেতন ফ্রিল্যান্সার, শিক্ষার্থী বা শখের ব্যবহারকারীর জন্য অ্যাফিনিটি সফটওয়্যার সেরা। পুরোনো বা মাঝারি মানের কম্পিউটারেও ভালো চলে।
♦ ফটোশপ : পেশাদার ডিজাইনার ও বড় এজেন্সির জন্য অপরিহার্য, যেখানে স্মার্ট অবজেক্ট, থ্রিডি, ভিডিও লেয়ার ও উন্নত AI টুল দরকার। এ ছাড়া যারা অ্যাডোবির অন্যান্য সফটওয়্যারের সঙ্গে টিমওয়ার্কে অভ্যস্ত, তাদের জন্য ফটোশপই সবচেয়ে কার্যকর।
অ্যাফিনিটি এবং ফটোশপ- দুটিই তাদের নিজস্ব ক্ষেত্রে সেরা। যদি কম খরচে কার্যকর সমাধান চান, অ্যাফিনিটি ফটো আপনার জন্য যথেষ্ট। আর যদি উন্নত ফিচার ও পেশাদার গ্রেড কাজের ওপর নির্ভর করতে হয়, ফটোশপই সঠিক পছন্দ। চাইলে দুটোই ব্যবহার করতে পারেন, কারণ একটির ফাইল অন্যটিতে খোলা সম্ভব।
তথ্যসূত্র : বিবিসি