এ সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়া থেকে সবচেয়ে চমকপ্রদ কিছু ছবি যেখানে লুকিয়ে আছে মহাবিশ্বের নানা গোপন তথ্য। আলাস্কার ভেনেতি গ্রামে অরোরার ভিতর নাসার একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এই রকেটের মিশন ছিল ‘কার্লস’ বা বিশেষ ধরনের বাঁকানো নকশা তদন্ত করা যা চৌম্বকীয় ক্রিয়াকলাপের উপস্থিতি নির্দেশ করে।
তথ্যসূত্র : বিবিসি