হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের যাদবপুর গ্রামে রীমা আক্তার (২৮) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিমা ওই গ্রামের মো. শরীফ মিয়ার স্ত্রী।
বুধবার (১৪ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রিমা মঙ্গলবার দিবাগত রাতে ছেলে-মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্বামী শরীফ মিয়া বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী শাড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি অবগত করে সে। দুর্গম এলাকায় হওয়ায় বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী শরীফ মিয়া পলাতক রয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
বিডি প্রতিদিন/আরাফাত