হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
আজ শনিবার সকালে হবিগঞ্জ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী-পেশার মানুষ। পরে বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল হক খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা রাশেদুল হক কাজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস জাহির, আব্দুর রহিম জুয়েল। সভায় ১৪ ডিসেম্বর নিহত বুদ্ধিজীবীদের জীবনী নিয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ