দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। সব ঠিক থাকলে আগামী সোমবার তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাবেন জসীম উদ্দিন। সেখান থেকে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে তার। এই সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে।