রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ডিএমপির মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ওবায়েদুল হক নামে এক ব্যক্তির দায়ের করা হত্যা মামলায় তাকে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সহযোগী ও অর্থ জোগানদাতা বলে উল্লেখ করা হয়েছে।