রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কাঞ্চন বাজার এলাকায় কয়েকটি যাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল লুটে নিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, যানজটের কারণে যাত্রীরা কাঞ্চন বাজার হয়ে কালাদি-রূপসী সড়কটি ব্যবহার করে। এ সুযোগে কালাদি-রূপসী সড়কে চলাচলরত যাত্রীদের প্রায়ই মারধর করে সবকিছু লুটে নিচ্ছে ডাকাতদল। কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, এ ব্যাপারে (গণডাকাতি) কিছু জানি না। ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে সব ফাঁড়ির পুলিশ রূপগঞ্জ থানায় রাখা হয়েছে। সেই সুযোগে বিভিন্ন স্থানে অপরাধে জড়াচ্ছে দুর্বৃত্তরা।