আড়াইহাজারে শ্বশুরবাড়িতে বেলায়েত হোসেন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রাম থেকে গতকাল লাশটি উদ্ধার করে পুলিশ। বেলায়েত গহরদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। স্বজনের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক। মৃতের ভাই বিল্লাল হোসেন জানান, তিন বছর আগে বেলায়েতের সঙ্গে দাইরাদী গ্রামের নাইমের মেয়ে রিতুর বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কিছু দিন পর বেলায়েত মালয়েশিয়ায় যায়। পাঁচ মাস আগে ছুটিতে বাড়ি আসে। ওসি আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।