পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, মামলা ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সিপাইপাড়া বাজারে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তৃতা করেন- আবদুল হামিদ, যফিরউদ্দিন, ওবায়দুল, নকিবুল ইসলাম, আলম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অন্যায়ভাবে মানুষের জমি নিজে দাঁড়িয়ে থেকে দখল করেছেন।