ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে সাঈদুর রহমান স্বপন নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে স্বপন শেখেরহাট মাজার মসজিদের সামনে স্থানীয় দোকানি হারুনের জানাজায় অংশ নেন। পরে বাজারে নাশতা করতে আসেন। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি জামিনে ছিলেন জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, দুপুরে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা গেছে। পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাশ জানান, পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।